ঢাকাSunday , 1 September 2024
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়

Link Copied!

হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভেজাল পণ্য বিক্রি ও অনিয়মের অভিযোগে চুনারুঘাট উপজেলার বিভিন্ন বাজার থেকে বিপুল পরিমান জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (৩১আগস্ট) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে পন্য উৎপাদনের জন্য মাতৃমঙ্গল সুইটস’কে ১০ হাজার, ফলের দোকানে মুল্য তালিকা না থাকায় তিন দোকানকে ৩ হাজার, পন্যর ভাউচার সংরক্ষণ না করায় নিরঞ্জন স্টোরকে ৫ হাজার, মেয়াদুত্তীর্ন ওষুধ বিক্রয় করায় পুর্নিমা মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগীতা করেন আনসার আনসার ব্যাটালিয়ানের একটি টীম।