হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ভ্রাম্যমান আদালতের ভোক্তা অধিকার আইনে অভিযান ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকাল ৫টায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। সাথে ছিল উপজেলা আনসার ও থানা পুলিশের একটি টিম।
উপজেলার পৌরসভাস্থ চুনারঘাট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময়ে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির দায়ে মায়া রেস্টুরেন্টে, মহাদেব মিষ্টি ঘর,লোকনাথ মিষ্টি ঘরসহ পাঁচ দোকান মালিককে অর্থদণ্ড প্রদান ও সতর্ক করা হয়। এসময় প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে হুশিয়ার করে দেওয়া হয়।