মিষ্টির প্যাকেটে ওজন বেশী, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তির্ণ কোমল পানীয় থাকায় হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমান জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (১২ডিসেম্বর) চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ ও শানখলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, মিষ্টির প্যাকেটের ওজন বেশি হওয়ায় এবং মুল্য তালিকা না থাকায় চুনারুঘাট উপজেলার মধ্যবাজার এলাকায় বাসুদেব মিষ্টি ঘরকে ২ হাজার, শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার, লক্ষী মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার, বি বাড়িয়া মিষ্টি ঘরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় এস এম মেডিকেল হলকে ৩ হাজার, সাকির মোহাম্মদ বাজারে মেয়াদ উত্তীর্ণ ড্রিংক্স বিক্রয়ের দায়ে নাভিল ফুডকে ৬ হাজার এবং শানখলা বাজারের গাউছিয়া মেডিসিন কর্নারকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে র্যাব ৯ এর একটি দল সহযোগীতা করেন।