চুনারুঘাটে ভোক্তা অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 28 September 2022
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ভোক্তা অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা

রায়হান আহমেদ
September 28, 2022 6:03 pm
Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাটে ভোক্তা অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮সেপ্টেম্বর) সকালে চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।

পিআইও প্লাবন পালের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, আওয়ামী লীগ নেতা সৈয়দ মুদাব্বির আলী, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বকুল, ক্যাবের সেক্রেটারি মনিরুজ্জামান তাহের, আসিফ মিয়া প্রমুখ।

একইদিনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ ও বাল্য বিবাহ সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ভোক্তার অধিকার সম্পর্কে আলোচনা করেন। একই সাথে বাল্যবিবাহ প্রতিরোধ ও তথ্য অধিকার সম্পর্কে আলোকপাত করা হয়।