চুনারুঘাটে ভোক্তা-অধিকার সংরক্ষন আইনে ভ্রাম্যমান আদালতের অভিযান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ভোক্তা-অধিকার সংরক্ষন আইনে ভ্রাম্যমান আদালতের অভিযান

Link Copied!

 

সৌরভ আহমেদ শুভ : চুনারুঘাট উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় চুনারুঘাট থানা পুলিশের একটি দল।

 

ছবি: ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল

 

চুনারুঘাট পৌরসভার অন্তর্গত বিভিন্ন মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিজাত দ্রব্য তৈরি এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ২টি মামলায় ১৫ হাযার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এছাড়া উপজেলা প্রশাসন সকল খাবার উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান সমূহকে স্বাস্থ্যকর পরিবেশে পণ্য সেবা তৈরি এবং সঠিক মাপে প্রতিশ্রুত পণ্য সরবরাহ করার জন্য নির্দেশ প্রদান করে।