চুনারুঘাটে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 29 March 2023
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

মুহিন শিপন
March 29, 2023 5:12 pm
Link Copied!

চুনারুঘাটে রাজস্ব খাতের অর্থায়নে ভুট্টা প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯মার্চ) দুপুরে চুনারুঘাট সদর ইউনিয়নের ঘরগাও গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নুরে আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আশেক পারভেজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজীব হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন চুনারুঘাট সদর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য শিরিনা আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, সৈয়দ সাইদুর রহমান, শামিম আহমেদ ও মুরারবন্দ ব্লকের কৃষকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, পানি সাশ্রয়ী ও বহুমুখী ব্যবহারের উপযোগিতা সম্পন্ন ভূট্টা ফসল চাষ করে রবি মৌসুমে চাষকৃত অন্যান্য ফসলের তুলনায় বেশী ফলন পাওয়া যায়। তাই ভূট্টা আবাদে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।