চুনারুঘাটে ভালো নেই গাড়ি চালকরা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 20 April 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ভালো নেই গাড়ি চালকরা

Link Copied!

আবেদ আলী,চুনারুঘাট প্রতিনিধি  :  চুনারুঘাটের গাড়ি চালকরা ভালো নেই। দেশে লকডাউন থাকায় রোগী রোজগার কমে গেছে। ফলে চালকদের পরিবার পরিজজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে খুব কঠিন সময় পার করছেন এই চালকরা ।করোনার ভা্ইরাস নামক অদৃশ্য শত্রুর কারণে আজ পুরো পৃথিবী অচল। এসব থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার কথা বলা হয়েছে । কিন্তু ঘরে বসে থাকলে কি আর পরিবারের সবার খাবার যোগার করা সম্ভব ,পরিবারের সকল চাহিদা পূরণ করা সম্ভব ? যারা প্রতিদিন গাড়ি চালিয়ে যা পেতেন তা দিয়ে কোন রকম সংসার চালানো যেত সেসব চালকরা এ কঠিন সময়ে কি করবেন । যার কারণে বিপাকে পড়েছেন স্থানীয় গাড়ি চালকগণ ।

ছবি : চুনারুঘাটে লকডাউনের কারণে অরস পড়ে আছে যাত্রীবাহী গড়ি সি্এনজি

তেমনি একজন সিএনজি চালকের সাথে আলাপ করে জানা যায় যে, তিনি নগদ ৪০ হাজার টাকা দিয়ে ৩ লক্ষ টাকার একটি সিএনজি কিনেন । সারা দিনে যা আয় করতেন তা দিয়ে কোন রকম সংসার চালাতে পারতেন এবং প্রতি মাসে ১২ হাজার টাকা কিস্তি আদায় করতেন । কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তিনি গাড়ি নিয়ে বের হতে পারছেন না । যার কারণে তার যেখানে তার সংসার চালানোই কষ্টের তার উপর মাসে ১২ হাজার টাকা কিস্তি আদায় দেয়া তার কষ্টকর হয়ে দাঁড়িয়েছে । তিনি বলেন ৪ ছেলে ও ২ মেয়ে নিয়ে তার সংসার । বর্তমানে আমি খুবিই কঠিন সময় পার করছি। ৬ সদস্যের পরিবারের সবার মুখে খাবার যোগানো আমার পক্ষে প্রায় অসম্ভব । কারো কাছে গেলে কোন উপকারই হয় না এখন পর্যন্ত কোন কিছুই আমি পাইনি । আপনি যদি আমার জন্য কিছু করতেন এতে আমার অনেক উপকার হতাে । এসব বলেন এই প্রতিবেদককে।

নাম প্রকাশ না করার শর্তে আরেকজন চালকেরে সাথে আলাফকালে তিনি বলেন, আমি গত এক মাস যাবত পুলিশের কঠোরতার কারণে গাড়ি নিয়ে বের হতে পারিনি। অনেক কষ্টে দিন পার করছি । কারো কাছে লজ্জায় হাত ও পাততে পারছিনা। সরকারী কোন অনুদান ও এখন পর্যন্ত পাইনি । এমন আরো চালক আছেন যারা গাড়ি চালিয়ে তাদের সংসার চালাতেন আজ তারা অসহায় ।
স্থানীয় প্রতিনিধিদের উচিত তাদের তালিকা তৈরী করে তাদের সাহায্য করা। এসব অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানো ।