এফএম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল এই অর্থ সহায়তা সেবাব্রতীদের হাতে তুলে দেন।
জানা যায়, চুনারুঘাট উপজেলাধীন খ্রীষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এর জন্য বরাদ্দকৃত অবশিষ্ট ৩টি গীর্জাকে (গীর্জাপ্রতি) ১১০০০/- টাকা করে মোট ৩৩০০০/- টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন চন্দ্র পাল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব কামরুল ইসলাম সহ অর্থ গ্রহনকারী প্রতিষ্টানের নেতৃবৃন্দ প্রমুখ।