চুনারুঘাটে বেদে সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 30 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে বেদে সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ

Link Copied!

ফরিদ উদ্দিন মাসউদ, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৭০ জন বেদে সম্প্রদায়ের লোকজনের মধ্যে নগদ ১ হাজার টাকা ও ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

 

ছবি: উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

 

চুনারুঘাটের কৃতি সন্তান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব ফারহানা রহমান’র শুদ্ধাচার পুরস্কার পাওয়া টাকা চুনারুঘাট উপজেলা প্রশাসনের মাধ্যমে উপজেলার ৭০ জন বেদে পরিবারের প্রত্যেককে ১ হাজার টাকা ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

পিআইও প্লাবন পালের পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ্র রায়, চুনারুঘাট রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিটির সাংগঠনিক সম্পাদ কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, আনোয়ার হোসেন লিজন লস্কর প্রমুখ।

পরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যেগে উপজেলার ৫৬ জন প্রতিবন্ধীদের মাঝে নগদ ৫ শত টাকা ও প্রধানমন্ত্রীর বরাদ্দ থেকে পাওয়া ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।