চুনারুঘাটে বৃষ্টির কারণে নষ্ট হচ্ছে কৃষকের ফসলি জমি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 2 May 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে বৃষ্টির কারণে নষ্ট হচ্ছে কৃষকের ফসলি জমি

Link Copied!

শুভ মিয়া চুনারুঘাট  :   চুনারুঘাটে বৃষ্টির কারনে ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকের মাথায় যেন আকাশ ভেঙ্গে পরেছে। বিশেষ করে দেখা  চুনারুঘাট এর বেশ কয়েকটি গ্রাম যেমন- শানখলা,রানীগাওঁ,নালমুখ,শ্রীকুটা এছাড়া ও আরও অনেক গ্রামের ফসল বৃষ্টির কারনে নষ্ট হচ্ছে। এবং কৃষকের জমির ধান পেকে ঝঁরে পড়ছে অথচ এই ধান কাটার জন্য কোন শ্রমিক পাচ্ছে না কৃষকরা। চুনারুঘাট এর বেশ কয়েকটি এলাকার জমির ফসল ঝড়ে পড়ছে কিন্তু কাটার লোক নেই।

ছবি : চুনারুঘাটে ঝড়বৃষ্টিতে নষ্ট হচ্ছে কৃষকের ফসলি জমি

করোনা ভাইরাস এর ভয়ে কেউ ঘর থেকে বের হচ্ছে না এবং কোন শ্রমিক ধান কাটতে রাজি হচ্ছে না যার ফলে ফসল নষ্ট হচ্ছে এই জমি। শ্রমিক এর অভাবে জমির ধান নষ্ট হয়ে পড়ছে। একজন কৃষককে প্রশ্ন করলে ধান নষ্ট হচ্ছে ধান কেটে বাড়িতে আনছেন না কেনো উত্তরে বলেন, গত কয়েকদিনের বৃষ্টি এবং ঝড় তুফানে জমির ফসল পানির তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে এবং জমির ধান পেঁকে ঝঁরে পড়ছে কিন্তু কাটার জন্য কোন লোক পাচ্ছি না। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।