শুভ মিয়া চুনারুঘাট : চুনারুঘাটে বৃষ্টির কারনে ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকের মাথায় যেন আকাশ ভেঙ্গে পরেছে। বিশেষ করে দেখা চুনারুঘাট এর বেশ কয়েকটি গ্রাম যেমন- শানখলা,রানীগাওঁ,নালমুখ,শ্রীকু
করোনা ভাইরাস এর ভয়ে কেউ ঘর থেকে বের হচ্ছে না এবং কোন শ্রমিক ধান কাটতে রাজি হচ্ছে না যার ফলে ফসল নষ্ট হচ্ছে এই জমি। শ্রমিক এর অভাবে জমির ধান নষ্ট হয়ে পড়ছে। একজন কৃষককে প্রশ্ন করলে ধান নষ্ট হচ্ছে ধান কেটে বাড়িতে আনছেন না কেনো উত্তরে বলেন, গত কয়েকদিনের বৃষ্টি এবং ঝড় তুফানে জমির ফসল পানির তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে এবং জমির ধান পেঁকে ঝঁরে পড়ছে কিন্তু কাটার জন্য কোন লোক পাচ্ছি না। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।