হবিগঞ্জের চুনারুঘাটে সৈয়দ শামসুর রাহমান উচ্চবিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাবিবুর রহমান স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার রামশ্রী গ্রামে এ পাঠাগারটি উদ্বোধন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মাহমুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান পিএইচএফ বি এমডি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দত্ত , গ্রেটার ম্যানচেস্টার ইউকে এর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান পিপি শামসুল হক দিপু, ডেপুটি গভর্নর রোটারিয়ান পিপি আতিকুর রেজা চৌধুরী পিএইচএফ এমসি, এরিয়া এডভাইজার আরটিএন মোবারক হোসেন লস্কর, বৃন্দাবন সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ রোটারিয়ান পিপি ইলিয়াস জালাল।
রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার তানভীরুল আরেফিনের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের রোটারিয়ান পিপি শাহ জামাল আহমেদ পিএইচএফ, রোটারিয়ান পিপি দেলোয়ার হোসেন চুন্নু, রোটারিয়ান বাহাউদ্দিন বাহার, রোটারিয়ান আবুল কালাম, সিলেট ভয়েসের প্রকাশক রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী পিএইচএফ, রেটারিয়ান আনোয়ার হোসেন এবং হবিগঞ্জ জেলার বিজ্ঞ রোটারিয়ানবৃন্দ।
রোটারি ৭ এরিয়া অফ ফোকাসের অন্তর্গত মৌলিক শিক্ষা ও স্বাক্ষরতা প্রজেক্টের আওতায় রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের আর্থিক অনুদানে উক্ত পাঠাগারটি স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান, ম্যানচেষ্টার ইউকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা ও আরও অনেকে।