চুনারুঘাটে বিরাজ করছে বৈশাখী আমেজ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 14 April 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে বিরাজ করছে বৈশাখী আমেজ

Link Copied!

ফরিদ উদ্দিন মাসউদ :  চুনারুঘাট নালমূখ বাজারে প্রশাসনের আদেশ অমান্য করে স্থানীয় কিছু লোক দোকানপাট বসিয়ে রীতিমতো মেলায় পরিণত করেছে। এই অবস্থা দেখে যেন মনে হচ্চে পুরোপুরি বিরাজ করছে বৈশাখী আমেজ ।স্থানীয় এক ব্যক্তি জানায় যদি প্রশাসন তাড়াতাড়ি এই দোকানপাট বন্ধ না করে তাহলে করোনা ছড়ানোর আশংকা রয়েছে ।

ছবি : রীতিমতো মেলায় পরিণত চুনারুঘাটের নালমুখ বাজার

এই এই নালমুখ বাজারে গিয়ে দেখা যায়, মহিলারা বাচ্চাদের নিয়ে আনন্দে ঘুরাফেরা করছে তাদের চেহারায় বিন্দুমাত্র ও  করোনার আতংকের কোন চাপ নেই।অন্য আরেক ব্যক্তি বলেন, এই সময়ে পুরুষ ও ঘরে আশ্রয় নিয়েয়ে করোনার কারনে সেই সময় মহিলারা বাচ্চাদের নিয়ে কিভাবেেএই বাজারে আসল। তারা প্রশাসনের দৃষ্টি কামনা করেন।