রায়হান আহমেদ : চুনারুঘাটে এক রাতে অভিযানে বিভিন্ন মামলায় নয় জন আসামিকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।
রোববার (৫সেপ্টেম্বর) দিবাগত রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৯জন আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মাদক মামলায় তিন জন ও সিআর, জিআর মামলায় ছয় জন আসামি।

ছবি : চুনারুঘাটে ১ রাতে বিভিন্ন মামলার ৯ জন আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ
আটককৃত আসামিরা হলো- নাছিম নগর উপজেলার ধরমন্ডল গ্রামের ছায়েদ মিয়ার মেয়ে কুলসুমা (৪০), চুনারুঘাট উপজেলার পাকুরিয়া গ্রামে আলী আহাম্মদের পুত্র ইব্রাহিম মিয়া (২১), মৃত লাল মিয়ার ছেলে শাহ আলম (২১), লালচান্দ বাগানের মাজুস হোসেনের ছেলে ছদুর হোসেন (৪৫), ছদুর হোসেনের ছেলে খোকন মিয়া (২০), আজদু মিয়া (২৫), মালাকান্দি গ্রামের রসুন দাশের ছেলে উৎপল দাস (৩৭), মৃত আলী মিয়ার ছেলে সোহেল মিয়া (৪০) এবং বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের কালাই মিয়ার ছেলে এখলাছ মিয়া (৩৮)।
পরে সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়।