নাছির উদ্দিন লস্কর,চুনারুঘাটঃ হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী থেকে বিপুল পরিমানের ভারতীয় চা পাতা উদ্ধার করেছে বিজিবি। (১৪ই জুন) রবিবার সকালে উপজেলার রাজার বাজার ও বাবুর বাজার এ অবস্থিত খোয়াই নদী থেকে এই অবৈধ চা পাতা উদ্ধার করা হয়।
খবর নিয়ে জানা যায়, সকালে বিজিবি করতৃক গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার এই দুই স্থান থেকে ভারত থেকে পাচার হওয়ার চা পাতা উদ্ধার করা হয়। যা পরিমানে ৩ ট্রাক্টর বোঝাই।