চুনারুঘাটে বিপুল পরিমানের চা পাতা জব্দ করেছে বিজিবি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 14 June 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে বিপুল পরিমানের চা পাতা জব্দ করেছে বিজিবি

Link Copied!

নাছির উদ্দিন লস্কর,চুনারুঘাটঃ হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী থেকে বিপুল পরিমানের ভারতীয় চা পাতা উদ্ধার করেছে বিজিবি।  (১৪ই জুন) রবিবার সকালে উপজেলার রাজার বাজার ও বাবুর বাজার এ অবস্থিত খোয়াই নদী থেকে এই অবৈধ চা পাতা উদ্ধার করা হয়।
খবর নিয়ে জানা যায়, সকালে বিজিবি করতৃক গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার এই দুই স্থান থেকে ভারত থেকে পাচার হওয়ার চা পাতা উদ্ধার করা হয়। যা পরিমানে ৩ ট্রাক্টর বোঝাই।