চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 17 April 2024
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১

এম এ রাজা
April 17, 2024 1:11 pm
Link Copied!

চুনারুঘাট উপজেলা থেকে ৭২ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশী মদসহ গোলাপ গোয়ালা (৪৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিপিসি-২। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে সাতছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোলাপ গোয়ালা সাতছড়ি বাজারটিলা এলাকার বাসিন্দা।

জানা যায়, গোপাল গোয়ালা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান- মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।