চুনারুঘাটে বিদেশ ফেরত ব্যক্তির মৎস্য চাষে স্বাবলম্বী। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 7 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে বিদেশ ফেরত ব্যক্তির মৎস্য চাষে স্বাবলম্বী।

Link Copied!

 


চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে বিদেশ ফেরত এক ব্যক্তি মৎস্য চাষ করে লাভবান হয়েছেন। ১৮ বছর বিদেশে থেকে উপার্জন করে ছেলে মেয়ে’দের পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করেছেন। দুই ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। মাত্র ২ বছরে লাভের অংশটাও বেশ চমৎকার। চুনারুঘাট উপজেলার রানীগাঁও গ্রামের বিদেশ ফেরত আব্দুল হামিদ বাড়ীর পাশে ১ একর ৮০ শতক ধানের জমিতে চাষ করেছেন বিভিন্ন প্রজাতির মাছ।

 

শুধু তাই নয় জমির চার দিকে লাগিয়েছেন বিভিন্ন শাক সবজি গাছ। বাড়িতে গড়ে তুলেছেন হাঁস মুরগির খামার। সব মিলিয়ে খরচ বাদ দিয়ে বছরে থাকছে প্রায় দেড় লক্ষাধিক টাকা। কথা হয় আব্দুল হামিদ’র সাথে “দৈনিক আমার হবিগঞ্জ”কে তিনি বলেন, এ প্রকল্পকে আধুনিকায়ন করতে সরকারি- বেসরকারী সহযোগিতা প্রয়োজন।

 

চুনারুঘাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী ” দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, ধানের জমিতে মৎস্য চাষ খুবই ভাল উদ্যোগ, তিনি প্রকল্পটি পরিদর্শন করে পরিবর্তীতে করনীয় সম্পর্কে জানাবেন।