চুনারুঘাটে বাল্লা স্থলবন্দর প্রকল্পের ১৩ একর জমি হস্তান্তর অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 14 December 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে বাল্লা স্থলবন্দর প্রকল্পের ১৩ একর জমি হস্তান্তর অনুষ্ঠিত

অনলাইন এডিটর
December 14, 2020 6:18 pm
Link Copied!

ছবি: চুনারুঘাটে বাল্লা স্থলবন্দর প্রকল্পের ১৩ একর জমি হস্তান্তর অনুষ্ঠিত।

 

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বাল্লা স্থলবন্দর বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পের আওতায় ১৩ এক জমি হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),
এর উপস্থিতিতে এই জমি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা যায়, আজ ১৪ই ডিসেম্বর ২০২০, প্রত্যাশী সংস্থা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিকট চুনারুঘাট উপজেলার গাজীপুর মৌজায় বাল্লা স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের ১৩ একর ভূমির দখল হস্তান্তর করা হয়। উক্ত অধিগ্রহণকৃত জমির দখল হস্তান্তর/গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিও, বিজিবি ও সত্যজিত রায় দাশ, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট, সহকারী কমিশনার (ভূমি), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সচিব, স্থলবন্দর কর্তৃপক্ষ, স্থানীয় ব্যবসায়ীগণ, সাংবাদিকবৃন্দ ও অধিগ্রহণকৃত ভূমির মালিকগণ।