চুনারুঘাটে বাল্লা সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার আতসবাজি আটক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 8 August 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে বাল্লা সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার আতসবাজি আটক

অনলাইন এডিটর
August 8, 2020 10:56 am
Link Copied!

আবেদ আলী : চুনারুঘাটের বাল্লা সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় আতসবাজি আটক করেছে বিজিবি।

শনিবার (৮ আগস্ট) ভোরে বাল্লা সীমান্তের ১৯৬৪ মেইন পিলারের ১৪ এস এর পাশে খোয়াই নদী থেকে এসব আতসবাজি আটক করা হয়।

 

ছবি: আটক করা আতসবাজি ও বিজিবি।

 

বাল্লা বিজিবি’র ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ূব আলী জানান, ভোরে গোপন সংবাদে জানতে পারেন চোরা-কারবারিরা ভারতীয় আতসবাজি নিয়ে যাচ্ছে। পরে টহল নিয়ে খোয়াই নদীতে ধাওয়া করলে আতসবাজিগুলো রেখে চোরা-কারকারিরা পালিয়ে যায়।

আটক ১৭ বস্তা আতসবাজির মূল্য আনুমানিক ৫ লক্ষ ৫৬ হাজার টাকা।