হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল ১২টায় উপজেলা প্রশাসন হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার এর সভাপতিত্বে পরিচালনা করেন(ডিএম এলপি) বিমল বিশ্বাস,সার্বিক সহায়তা করেন এসোসিয়েট অফিসার চুনারুঘাট উপজেলার শারমিন আক্তার। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার ও পুরুষ আব্দুল কাইয়ুম তরফদার।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির উদ্যোগে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির কর্মকর্তাগণ।এসময় তারা বক্তব্যে জানান,এ কর্মসুচির উদ্যোগে পল্লী সমাজে নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ ও জেন্ডার বিষয়ক কার্যক্রম চলমান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ শিক্ষক শিক্ষিকা, সাংবাদিক ও সমাজকর্মীগণ।