চুনারুঘাটে বালুখেকো শাফু মেম্বার গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 3 May 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে বালুখেকো শাফু মেম্বার গ্রেফতার

Link Copied!

চুনারুঘাট প্রতিনিধিঃ   সরকারী কাজে বাধা ও ভুমি অফিসের লোকজনকে মারপিঠ করে বালু পাচার করায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার শফিকুর রহমান শাফুকে আটক করেছে পুলিশ।

ছবি : আটক বালু খেকো সাফু মেম্বারের ফাইল ছবি

রোববার (৩ মে) বিকালে শাফুকে চুনারুঘাট থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।  পুলিশ জানায়, অবৈধ পন্থায় সরকারী জমি থেকে বালু উত্তোলন করছে শাফু মেম্বারসহ তার লোকেরা। সেই খবর পেয়ে উপজেলার শিরিকান্দি ভুমি অফিসের অফিস সহায়ক ফারুক আহম্মদ, বিশ গাও ভুমি অফিসের অফিস সহায়ক হুসাইন আহম্মদ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারন শাখার অফিস সহায়ক ছায়েদ আলী বালূ উত্তোলনের ছবি উঠানোর চেষ্টা ও তাদেরকে বাধা প্রদান করলে একপর্যায়ে শাফু মেম্বারসহ তার লোকেরা তাদেরকে পিঠিয়ে আহত করে।
রোববার সকাল ৯ টার সময় ঘটনাটি ঘটেছে আহম্মদাবাদ ইউপির ছয়শ্রী গ্রামে। এ ঘটনায় ইউপি সদস্য শফিকুর রহমান সাফু, ছয়শ্রী গ্রামের মোশাহিদ,রুবেল মিয়া,আলামিন,সুহেল ও শাহী মিয়ার নামে চুনারুঘাটে সহকারী কমিশনার ( ভুমি) বরাবরে অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে শাফু মেম্বারকে আটক করে পুলিশ।
এ বিষয়ে আহত ফারুক আহম্মদ বলেন, ছয়শ্রী গ্রাম দিয়ে প্রবাহিত সুতাং নদী থেকে সিলিকা বালু চুরির খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক ছায়েদ আলী বালু চুরির ছবি তুলতে যান। এসময় বালু চোরেরা ছায়েদকে মারধর করতে থাকে। এ ঘটনায় মামলা হলে পুলিশ শাফুকে আটক করে থানায় নিয়ে যান।