নাছির উদ্দিন লস্কর,চুনারুঘাট- প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বার বার বন্ধ হওয়ার পরেও পুনরায় বালু উত্তোলনে মহাউৎসবে পরিনত হয়েছে। দেখার যেনো কেউ নেই। এতে মহা বিপদে পরেছেন সাধারণ জনগণ,এবং ধংস হচ্ছে সমাজ ব্যবস্থা।
(১২ই জুন) শুক্রবার উপজেলার কয়েকটি জায়গায় ঘুরে এসে দেখা যায় একই চিত্র। এর মধ্যে চুনারুঘাট পৌর এলাকার ডিসিপি হাই স্কুল এর পাশে অবস্থিত বালু উত্তোলনের জায়গায় দেখা যায় ভিতিকর অবস্থা। পাশে খোয়াই নদী থেকে সরাসরি দেখা যায় ডজন খানেক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।
তাতে খোয়াই নদীর উপরে চুনারুঘাট থেকে পূর্বাঞ্চল যাওয়ার যে ব্রীজটি যে কোন সময় ভেঙে যেতে পারে। প্রতিনিয়তো বালু বাহী বড় বড় ট্রাক চলাচলের কারণে এই রাস্তাটির বেহাল দশা,পাশে ডিসিপি হাই স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রী সহ দিনে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এমনকি চুনারুঘাট শহরে যানজটও সৃষ্টি হয় এই বালু বাহী ট্রাকের কারণেই। এই একই চিত্র দেখা যায় উপজেলার রাজার বাজারেও।
এলাকা বাসীর দাবি এই বালু উত্তোলন বন্ধ না করলে চুনারুঘাট বাসীর বিরাট বিপদের সম্মুখীন হতে হবে। আমাদের উপজেলার সৌন্দর্য নষ্ট করছে তারা। এবং আরও বলেন বার বার প্রশাসন বন্ধ করার পরেও এই চক্রটি এটি চালিয়ে যায় কিভাবে,তাদের খুঁটির জোর কোথায়। বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।