হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বন অরণ্যে বানরের মৃত্যু পরিদর্শন করেন বিট কর্মকর্তা মামুনুর রশীদ। মঙ্গলবার (১৬ই জানুয়ারি) বিকালে সাতছড়ি জাতীয় উদ্যান বিট কর্মকর্তা মামুনুর রশীদ বানরগুলো মৃত্যুর কারণগুলো নিশ্চিত করেন।
এসময় উপস্থিত ছিলেন রশিদপুর বিট ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান,বন প্রহরী ইব্রাহিম,কালেঙ্গা বিট বশির আহমেদ। উপজেলার দারাগাঁও ১৪নং সেকশনে চা গাছে বিষ প্রয়োগ করেন বাগান কর্তৃপক্ষ। পরদিনই আশেপাশে একাধিক বানরের মৃত দেহ দেখতে পেয়ে ধারণা করা হয় বিষ পানের কারনেই বানরগুলো মারা যেতে পারে ।
বিষয়টি নিয়ে কথা হয় পরিবেশ ও প্রাণী সংরক্ষণ কর্মী রবি কোষ্টা সাথে।তিনি বানরের মৃত্যুর কথা নিশ্চিত করে বন বিভাগের সাথে যোগাযোগ করছেন বলে জানান।পরবর্তী বিট কর্মকর্তাগণ ১টি বানরের দেহ উপজেলা প্রাণী সম্পদ বিভাগে নিয়ে আসলে কর্তৃপক্ষ জানান,বয়স ও ঠান্ডাজনিত কারনে বানরগুলো মারা গেছে।