এফএম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিভিন্ন বাজারের ইজারা মূল্য বৃদ্ধি ও ইজারাদারদের প্রতিযোগীতার রোষানলে ভোক্তভোগী ও নির্যাতনে পরছেন সাধারণ ক্রেতা জনগণ।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় চুনারুঘাটে প্রায় ২৯টি বাজারকে ঘিরে বৃদ্ধি পাচ্ছে ইজারাদারদের দৌরাত্ম্য। বেশি মূল্যে ইজারা নেয়ার পর প্রশাসনের বিধি নিষেধ তোয়াক্কা না করে ইচ্ছেমতো জমার টাকা আদায় করছেন তারা। ফলে ইজারাদারদের প্রতিযোগিতা শেষে রোষানলে প্রতিনিয়ত নির্যাতন ও মাসুল দিচ্ছেন সাধারণ ক্রেতা জনগণ।
এ বিষয়ে সাধারণ ক্রেতাদের দিকে নজর দিলে দেখা যায় শাহিন মাহমুদ নামে এক যুবক চুনারুঘাট বাজার থেকে ৪,টি গাছের চারা ক্রয় করেন। চারাগুলোর ক্রয়মূল্য ৪০ টাকা। অথচ শুধু ইজারাদারের জমা হিসেবেই তাকে দিতে হয় ২০ টাকা। যা গণযোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠে।
সৈয়দ কামরুল ইসলাম নামে আরও একজন জানান, কয়েকটি গাছের চারা ক্রয়ের পর ওঁতপেতে থাকা ইজারাদারকে দিতে হয়েছে ৮০ টাকা। একই বাজার থেকে ২৪০ টাকা দামের চারা কিনে বাড়ি ফিরছিলেন গোগাউড়া গ্রামের ফরিদ মিয়া। রাস্তায় আটক করে তার কাছ থেকে চাওয়া হয় ১২০ টাকা। তর্ক-বিতর্কের এক পর্যায়ে অবশেষে ৬০ টাকা দিয়ে যেতে হয় তাকে।
এই নিয়ে আমাদের অনুসন্ধানে দেখা যায় উপজেলার ২৯টি বাজারের প্রায় বাজারের চিত্রই এমন নির্বিচারের। যখন ক্রেতারা বাজার থেকে কোনো চারা কিনেন ১০ টাকা করে দাবি করা হচ্ছে, কম করে হলেও ৫ টাকা।
এর ফলে সৃষ্টি হয় ঝগড়া ও মারপিট। ফলে বাজারের থেকে বৃক্ষ চারা থেকে বিভিন্ন জিনিস ক্রয় এড়িয়ে যাচ্ছেন ক্রেতারা। ফলে বাজারের ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি সম্মুখীন হতে হচ্ছে।
জানা যায় গত ৭ জুলাই মঙ্গলবার উপজেলার আমতলী আদর্শ বাজারে জমা আদায় নিয়ে হাতাহাতির ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিল্টন পাল বলেন, এ বিষয়টি আমার জানা নেই। কেউও অভিযোগ করেনি। তবে বাজারে কোন ভাবেই অতিরিক্ত জমা নেয়া যাবে না। ক্রেতার কাছ থেকে জমা আদায় অথবা অতিরিক্ত জমা গ্রহণের অভিযোগ পেলেই ব্যবস্থা নেবো।