মোহাম্মদ হুমায়ূনঃ “বিপদে মেরা সবার পাশে” এই শ্লোগান নিয়ে চুনারুঘাটের “বন্ধু গ্রুপ” নামের একটি সংগঠনের উদ্যোগে ১নং গাজীপুর ইউপির ৮নং ওয়ার্ডে অসহায়,হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় হাপ্টার হাওর নূর মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রাক্তন মেম্বার মোঃ এরশাদ উল্লা, প্রাক্তন মেম্বার মোঃ আমীর আলী,স্কুলের প্রধান শিক্ষক নূরুল আমীন,এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ এবং বন্ধু গ্রুপের সদস্যবৃন্দ।
উপস্থিত সকলেই অসহায় মানুষের পাশে ‘বন্ধু গ্রুপ’র শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেন। তারা আরো ব্যক্ত করেন সমাজের তরুণদের মাদকের কবল হতে মুক্ত করতে হলে এমন সামাজিক কাছে সকলকেই এগিয়ে আসতে হবে, তবেই সমাজ সুন্দর হবে ও মাদকমুক্ত সমাজ।