চুনারুঘাটে বঙ্গমাতার ৯০'তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও বৃক্ষরোপণ করলো উপজেলা প্রশাসন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 8 August 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে বঙ্গমাতার ৯০’তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও বৃক্ষরোপণ করলো উপজেলা প্রশাসন

Link Copied!

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০'[তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে উপজেলা প্রশাসন।

শনিবার (৮ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাস এর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ছবি: চুনারুঘাট উপজেলা প্রশাসন আয়োজনে বঙ্গমাতার ৯০’তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা

 

জানা যায়, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে চুনারুঘাটে আলোচনা সভার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজনও করে উপজেলা প্রশাসন।

আজ এদিনে এই মহীয়সী নারী জন্ম নিয়ে তিনি জীবনদশায় রেখে গেছেন অপরিসীম ভূমিকা। বাঙ্গালি জাতির অবিস্মরণীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে বিয়ে হওয়ার পর থেকেই তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক ও পারিবারিক জীবনে যেন দিয়ে গিয়েছেন অপরিহার্য শ্রম,তেমনিভাবে তিনি বঙ্গবন্ধু কে বিভিন্নভাবে করেছেন সহায়তা। কিন্তু ১৫ আগষ্টের কলঙ্কিত রাতে তিনি সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল কে হত্যা করে। আল্লাহর রহমতে শেষমেষ বেঁচে যান আজকে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন শেখ রেহানা।

 

ছবি: চুনারুঘাট উপজেলা প্রশাসন আয়োজনে বঙ্গমাতার ৯০’তম জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ

 

তাই দেশব্যাপী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন বিভিন্নভাবে স্বরন করছেন বাঙালি জাতি। চুনারুঘাটেও করা হয় আলোচনা ও বৃক্ষ রোপন কর্মসূচি।

এ সময়ে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ স্থানীয় প্রতিনিধি সাংবাদিক প্রমুখ।

এ সময়ে সবাই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের সহ সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।