এফ এম খন্দকার মায়া চুনারুঘাট।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পৌরসভায় বঙ্গবন্ধু স্বরণে পদক্ষেপ গৌণ পাঠাগারে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণার এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ সচিব ও পদক্ষেপ গণ পাঠাগারের সভাপতি মোস্তফা মোরশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ। বিশেষ অতিথি ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। পদক্ষেপ গণপাঠাগারের সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম জুয়েল’র সঞ্চালনায় এই অনুষ্ঠান পরিচালিত হয়।

ছবি : মঞ্চে উপস্থিত প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ
হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর অনুদানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে পদক্ষেপ গনপাঠাগারে স্থাপিত হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণার’।যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করে অতিথি ও পদক্ষেপ গণ পাঠাগারের সদস্য সহ পাঠকের উপস্থিতির মাধ্যমে বঙ্গবন্ধু ও সকল শহীদদের কে স্বরন করেন শিক্ষা ও অনুপ্রেরণা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।এ সময়ে বক্তারা বলেন আমাদের আজকের এই স্বাধীন দেশ যেমন আমাদের গর্বের তেমনি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমাদের গর্বের। তাই আমরা এই দেশ ও দেশের সার্বভৌমত্বের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করছে তাদের কে সম্মান ও শ্রদ্ধার সাথে মনে রাখবো।

ছবি : বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণার এর ছবি
এ সময়ে আরও উপস্থিত ছিলেন. উপজেলা কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল,ব্যকস এর সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ ,পদক্ষেপ গণ পাঠাগারের প্রতিষ্টাতা সহ সাবেক সভাপতি প্রভাষক মাজহারুল ইসলাম সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির মিলন,সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী,অর্থ সম্পাদক এস এম মিজান,আজিজুল হক,নুর উদ্দিন,সমাজসেবা সম্পাদক সোহাগ,দপ্তর সম্পাদক নুর উদ্দিন,কাউছার খসরু প্রমুখ।