এফ এম খন্দকার মায়া চুনারুঘাট।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের মিলাদ মাহফিল ও শোকসভা পালন করা হয়।
আজ ১৭ আগষ্ট সোমবার দুপুরে উপজেলা যুবলীগের সভাপতি লুতফুর রহমান চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম আনোয়ার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর ও বিশেষ অতিথি হিসাবে হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম উপস্থিত ছিলেন।
আজকের এই ১৫ আগষ্টের কলঙ্কিত দিনে বিশ্বাস ঘাতক আয়েনার দল, স্বাধীনতার বিরোধী শক্তি পাকিস্তানের ওঁত পেতে থাকা পেতাত্তারা গভীর অন্ধকার ভোর রাতে আকস্মিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যদের নির্মম ভাবে হত্যা করে। যে দিন বাংলাদেশের মানুষ কলঙ্কিত দিন হিসাবে জানে।
এই দিনে ব্যাথা আক্রান্ত ভরা মন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল কে শ্রদ্ধার সাথে স্বরন করে, সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় নেয়া হয় নানা আয়োজন।