এফ এম খন্দকার মায়া চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে বাঙালি জাতির অবিস্মরণীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শোকর্যালি করে উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু ও সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের এর নেতৃত্বে অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ কে নিয়ে এই শ্রদ্ধাঞ্জলি প্রদান ও শোকর্যালি করা হয়।
জানা যায়, ১৯৭৫ সালে স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই ধ্বংস যঙ্গ বাংলাদেশ কে বুকে লালন করে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কাজ করেন। ঠিক সেই সময়ে আজকের এই ১৫ আগষ্টের কলঙ্কিত দিনে বিশ্বাস ঘাতক আয়েনার দল, স্বাধীনতার বিরোধী শক্তি পাকিস্তানের ওঁত পেতে থাকা পেতাত্তারা গভীর অন্ধকার রাতে আকস্মিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যদের নির্মম ভাবে হত্যা করে। যে দিন বাংলাদেশের মানুষ কলঙ্কিত দিন হিসাবে জানে। এই দিনে ব্যাথা আক্রান্ত ভরা মন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল কে শ্রদ্ধার সাথে স্বরন করে,সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় নেয়া হয় নানা আয়োজন। তেমনি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনও গভীর শ্রদ্ধার সাথে শোকর্যালি ও শোক সভা,মিলাদ মাহফিলের আয়োজন করে।
এ সময়ে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন পৌরসভার নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য আজকের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা শেখ হাসিনা এমপি ও শেখ রেহানা এর দীর্ঘ আয়াত কামনা করেন।