চুনারুঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন।
শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে আলোচান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা,কেক কাটাসহ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।