এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বঙ্গবন্ধুর জৈষ্ঠ্যপুত্র শেখ কামাল’র ৭২ তম জন্মদিনে উপজেলা আওয়ামী লীগের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (০৫ আগষ্ট) সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সাবেক পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের এর সঞ্চালনায় এই আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২’তম জন্মদিন ছিল আজ।তিনি একাধারে একজন কৃতিত্বের সাথে ক্রিড়া জগতে রেখে গেছেন অপরিসীম ভূমিকা।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ চুনারুঘাট উপজেলা নেতৃবৃন্দ সহ প্রত্যেকটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক প্রমুখ। তারা সকলেই মহান আল্লাহ পাকের কাছে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।