হবিগঞ্জের চুনারুঘাট রেমা বন বিট এলাকার সেবা টিলা ফরেস্ট অফিস পুড়িয়ে দিয়েছে গাছ চোরেরা । এ সময় আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন বন প্রহরী মহমুদুর রহমান (৩৫) ও রাসেল কবির (৪০) নামে দুইজন। গুরুতর আহত মাদমুদুর রহমানকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (১০জানুয়ারি) গভীর রাতে রেমা বন বিট এলাকার সেবা টিলা ফরেস্ট অফিসে সংঘবদ্ধ গাছ চোরেরা আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ফরেস্ট অফিস। প্রায় ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান জানান, গাছ কাটতে চোরদের বাধাঁ দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে ১০ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।