চুনারুঘাটে প্রবাসী সামাজিক সংগঠনের ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে প্রবাসী সামাজিক সংগঠনের ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ

Link Copied!

 

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় দেশ বিদেশের সমন্বয়ে গঠিত প্রবাসী সামাজিক সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ ২৮ জুলাই মঙ্গলবার সকালে চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দীন সামসু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।

জানা যায়, চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ উল আযহা উপলক্ষে মহামারি করোনাভাইরাসে কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারে খাত্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। দেশ বিদেশের সমন্বয়ে গঠিত এই সংগঠন একাধারে বিপদগ্রস্ত অসুস্থ ও হত দরিদ্র প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে এই সেবা কার্যক্রম চলমান রেখেছেন।

 

ছবি: প্রবাসী সামাজিক সংগঠনের ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান

 

এ সময়ে উপস্থিত ৬নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, ৪ নং পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম, ১০ নং মিরাশি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রমিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সহ সভাপতি গিয়াসউদ্দিন, মোহাম্মদ রুমন ফরাজি, বিদ্যুৎ পাল প্রমুখ।

এ সময়ে প্রধান অতিথি বলেন প্রবাসী সামাজিক সংগঠনের সকল নেতৃবৃন্দ সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের চুনারুঘাট উপজেলা ভাল থাকুক চুনারুঘাট উপজেলা বাসী ভাল থাকুক আমাদের প্রবাসী বাংলাদেশি।