নাছির উদ্দিন লস্কর,চুনারুঘাট- মানবতার ডাকে,আমরা সবার আগে এই স্বোগান নিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়ন প্রবাসী সংগঠন এর পক্ষ থেকে ঈদকে সামনে রেখে হতদরিদ্রদের মাঝে ২৪০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৬মে) উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়ন কমপ্লেক্সে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রবাসে থাকা রফিকুল ইসলাম রফিক ও হাফেজ আলী আহমদ (জিতু) সাহেবের এর অতি পরিশ্রমে গঠিত এই প্রবাসী সংগঠনটিতে বর্তমানে অনেক প্রবাসীরা দরিদ্রদের দিখে সাহায্যের হাত বাড়িয়েছে। প্রবাসে বর্তমানে এত সংকটময় সময় থাকা সত্ত্বেও তারা গরীবদের পাশে দাঁড়াল। বর্তমানে এই সংগঠনটি অনেক গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে মহত কাজে অংশ নিচ্ছে।
এই সময় উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ জজ কোর্টের সাবেক পিপি এড.এম আকবর হোসেইন জিতু,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মদরিছ মিয়া মহালদার,১০ নং মিরাশী ইউপির আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলতা মিয়া মহালদার,১০ নং মিরাশী ইউপির চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন,ও চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটের সভাপতি সাংবাদিক নুরুল আমিন সহ সংগঠনের সকল স্বেচ্ছাসেবক বৃন্দ।