তারেক হাবিব, হবিগঞ্জ : চুনারুঘাটের বড়আব্দা গ্রামে প্রতিবেশীদের হাতে গণর্ধষনের শিকার হয়েছে ৪ সন্তানের জননী ওমান প্রবাসীর স্ত্রী । সোমবার (২৩মার্চ )সোমবার ভোর রাতে ওই এলাকায় প্রবাসীর স্ত্রীর বসত ঘরের পাশে এ ঘটনা ঘটে।
গৃহবধু জানায়, সোমবার ভোর ৪ টার দিকে প্রকৃতির টানে ঘরের বাইরে আসলে পূর্ব থেকে ওৎ পাতা সুরুজ আলী, আব্দুল কদ্দুছ , উস্তার মিয়াসহ কয়েকজন গামছা দিয়ে মুখ বেধেঁ নির্যাতন চালায়। পরে তার শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তবে একটি বিশ্বস্থ সুত্রে জানা গেছে ধর্ষিতা গৃহবধু ও অভিযুক্তদের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুূল হক জানান, বিষয়টি শুনেছি, তবে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।