চুনারুঘাটে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 26 November 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত

অনলাইন এডিটর
November 26, 2020 12:58 pm
Link Copied!

ছবি: চুনারুঘাটে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা বিতরণ।

 

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হল রুমে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মশিউর রহমান, এনডিসি, বিভাগীয় কমিশনার।

জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে প্রদত্ত গৃহ ও সমাজকল্যাণ পরিষদ কতৃক চা শ্রমিকদের মধ্যে প্রদত্ত গৃহের চাবি হস্তান্তর এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ও কোভিড -১৯ উপলক্ষে ইউডিসি উদ্যোক্তাদের মধ্যে এই প্রণোদনা প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত অতিথিগণ সকল কে এই প্রণোদনা গ্রহণের পর নিশ্চিত গৃহ ব্যবস্থার পর নিজেদের কে বেকারত্ব থেকে মুক্তি দিবেন।এবং করোনাকালীন সময়ে সকলেই সাবধানতা অবলম্বন করে চলবেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর ও সত্যজিত রায় দাশ, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট।