এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ১০ নং মিরাশি ইউনিয়নের শেখ হাসিনা’র অবদান দুর্যোগ সহনশীল বাসগৃহের চাবি উপকার ভোগীদের হাতে হস্তান্তর করা হয়।
শুক্রবার (১৪ আগষ্ট) বিকালে উপজেলার এনামূল হক মোস্তফা শহিদ অডিটোরিয়াম এর সামনে ১০নং মিরাশি ইউনিয়নের চেয়ারম্যান রমিজ উদ্দিন উপকার ভোগীদের হাতে বাসগুলোর চাবি তুলে দেন।
জানা যায় টি আর কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনশীল বাসগৃহ নির্মাণ অর্থ বছর ২০১৯/২০ এ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনা অধিদপ্তর কতৃক উপকার ভোগী মোঃ ফজল মিয়া পিতা মৃত সোনা মিয়া, রতন পুর ও মোঃ ফারুক মিয়া পিতা মৃত আব্দুল রশিদ আদমপুর একই ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবার কে দুটি বাসগৃহ নির্মাণ করে দেয়া হয়।
আজ স্থানীয় চেয়ারম্যান রমিজ উদ্দিনের মাধ্যমে উক্ত বাসগুলোর চাবি উপকার ভোগীদের হাতে হস্তান্তর করা হয়।
এ সময়ে চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের ১ম যুগ্ন-আহবায়ক জনাব শফিকুল ইসলাম রুবেল, সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মহিবুর রহমান ফয়সল প্রমুখ।