চুনারুঘাটে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থ শিক্ষার্থীদের বিশেষ প্রণোদনার চেক বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থ শিক্ষার্থীদের বিশেষ প্রণোদনার চেক বিতরণ

Link Copied!

এফএম খন্দকার মায়া, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থ শিক্ষার্থীদের বিশেষ প্রণোদনা হিসেবে কারিগরি ও মাদ্রাসা বিভাগ হতে বরাদ্দকৃত চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ উপজেলা প্রশাসন কক্ষে এই চেক বিতরণ করেন।

 

ছবি: প্রণোদনার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ

 

জানা যায় উপজেলার বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন ছাত্র-ছাত্রীকে জনপ্রতি ৬০০০ টাকা করে মোট ৬০,০০০/- টাকা এবং বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের ১২ জন ছাত্র-ছাত্রীকে জনপ্রতি ৫০০০ টাকা করে মোট ৬০,০০০/- কারিগরি ও মাদ্রাসা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় হতে সর্বমোট ১,২০,০০০/- টাকার চেক বিতরণ করা হয়।

এ সময়ে তিনি সরকারি বিধি নিষেধ মেনে চলার অনুরোধ জানান। এবং সকল কে সাবধানে চলাচলের নির্দেশ দেন।