এফএম খন্দকার মায়া, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থ শিক্ষার্থীদের বিশেষ প্রণোদনা হিসেবে কারিগরি ও মাদ্রাসা বিভাগ হতে বরাদ্দকৃত চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ উপজেলা প্রশাসন কক্ষে এই চেক বিতরণ করেন।
জানা যায় উপজেলার বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন ছাত্র-ছাত্রীকে জনপ্রতি ৬০০০ টাকা করে মোট ৬০,০০০/- টাকা এবং বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের ১২ জন ছাত্র-ছাত্রীকে জনপ্রতি ৫০০০ টাকা করে মোট ৬০,০০০/- কারিগরি ও মাদ্রাসা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় হতে সর্বমোট ১,২০,০০০/- টাকার চেক বিতরণ করা হয়।
এ সময়ে তিনি সরকারি বিধি নিষেধ মেনে চলার অনুরোধ জানান। এবং সকল কে সাবধানে চলাচলের নির্দেশ দেন।