চুনারুঘাটে প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 9 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারী

Link Copied!



এফএম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ পুরষ্কার স্বরুপ প্রণোদনা পেলেন নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীগন।

বুধবার (০৮ জুলাই) চুনারুঘাট উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালিত হয়।

উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর প্রধান অতিথি হিসাবে উপস্থিতি থেকে নন এমপিওভুক্ত ১৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত মোট ৮২ জন শিক্ষক ও ১৩ জন কর্মচারীকে সর্বমোট ৪,৩৭,৫০০/- টাকা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে প্রণোদনা প্রদান করা হয়।

এছাড়াও উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শামসুল হক প্রমুখ।

এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী করোনা কালীন সময়ে সকল শ্রেণী-পেশার মানুষের জন্য বিশেষ উপহার ও প্রণোদনা প্রদান করছেন। ইতোমধ্যে ৪৪,৯০০ পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে খাদ্য সহায়তা এবং ২১,৮৫০ টি পরিবারে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও ২,৭৯৭ টি পরিবারে শিশু খাদ্য হিসেবে গুঁড়ো দুধ সরবরাহ করা হয়েছে।

এর ধারাবাহিকতায় ১০,৪৮০ জন বিভিন্ন শ্রেণি-পেশার অতি দরিদ্র পরিবারকে ২,৫০০/- টাকা প্রণোদনা প্রদানের কার্যক্রম চলছে। সেই সাথে চুনারুঘাট উপজেলায় মোট ৬৫৮ টি মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের মসজিদ প্রতি ৫,০০০/- টাকা করে প্রণোদনা প্রদান করা হয়েছে। উপজেলায় কর্মরত সকল গ্রাম পুলিশদের বিশেষ প্রণোদনা হিসেবে জনপ্রতি ১৩০০/- টাকা প্রদান করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনার আওতায় এবার নন এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ উপজেলার ১৩ টি নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৮২ জন শিক্ষককে জনপ্রতি ৫,০০০/- টাকা করে এবং ১৩ জন কর্মচারীকে জনপ্রতি ২,৫০০/- টাকা করে সর্বমোট ৪,৩৭,৫০০/- টাকা প্রদান করা হয়েছে।

করোনা কালীন সময়ে উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দকে সাথে নিয়ে সার্বিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ও প্রণোদনা সঠিক ব্যক্তির হাতে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।