চুনারুঘাটে প্রথম প্রকৌশলী আবু ওবায়েদের আনুষ্ঠানিক যোগদান  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 September 2021
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে প্রথম প্রকৌশলী আবু ওবায়েদের আনুষ্ঠানিক যোগদান 

Link Copied!

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পৌরসভায় প্রথম প্রকৌশলী হিসেবে আবু ওবায়েদ আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।
বুধবার (২২ সেপ্টেম্বর) পৌরসভা কার্যালয়ে নবনির্বাচিত মেয়র সাইফুল আলম রুবেল এর হাতে ফুলেল শুভেচছায় আনুষ্ঠানিক ভাবে প্রকৌশলী আবু ওবায়েদ কে বরণ করা হয়েছে।
উপজেলায় ২০০৫ সালে ১০ অক্টোবরে পৌরসভা প্রতিষ্টিত হয়।বর্তমানে পৌরসভার এ গ্রেডের হলেও উন্নয়ন তেমন চোখে পরেনি।
নানা প্রতিবন্ধকতা ও জনসংকটের কারনেও এর উন্নয়নে বিরুপ প্রভাব পরেছে বলে মনে করা হয়।

ছবি : চুনারুঘাটে প্রথম প্রকৌশলী আবু ওবায়েদের আনুষ্ঠানিক যোগদান করলেন

বর্তমান সময়ে সরকার দলীয় নৌকার নবনির্বাচিত মেয়র সাইফুল আলম রুবেল  ইতিমধ্যে পৌরসভা কে ঢেলে সাজানোর চেষ্টায় কাজ করে যাচ্ছেন। তার উল্লেখযোগ্য ধাপে পরে এই পৌরসভার ইতিহাসে প্রথম নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন আবু ওবায়েদ।
এসময় নির্বাহী প্রকৌশলী আবু ওবায়েদ সকলের কাছে সহযোগিতা ও সফলতার সাথে অর্পিত দায়িত্ব পালনে দোয়া প্রার্থনা করেন।
আনুষ্ঠানিক ভাবে যোগদান অনুষ্ঠানে পৌর কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে ফুলেল শুভেচছা জানান।