রাজন মিয়া (চুনারুঘাট প্রতিনিধি)ঃ চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নে আলোর পথ দেখাচ্ছে “প্রভাকর” নামে তরুণদের নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন। সমাজ সংস্কার, দেশ প্রেম এবং মানবতার সেবা এই তিন মুলমন্ত্র নিয়ে ২০১৯ সালের ডিসেম্বর মাসে সংগঠিত হয় এটি।
“প্রভাকর” ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে।
তারই ধারাবাহিকতায় ২৩ মে (শনিবার) প্রতিবন্ধী শিশু দের মাঝে ঈদের পোশাক তুলে দিচ্ছেন প্রভাকরের সদস্যরা।
প্রভাকরের সদস্যরা “দৈনিক আমার হবিগঞ্জ” কে জানান প্রতিবন্ধী শিশুদের মধ্যে ঈদের পোশাক কেনাকাটা কার্যক্রম ঈদের দিন (সোমবার) পর্যন্ত অব্যাহত থাকবে।
তারা আরও বলেন, আমাদের ঈদ কাটবে এইবার ইনাদের (প্রতিবন্ধী) সাথে।