হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৪৭ কোটি ১৭ লাখ ৫৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ( ২৭ জুন ২০২২) দুপুর ১২ টায় চুনারুঘাট পৌরসভার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ সাইফুল আলম রুবেল।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬ কোটি ০৬ লাখ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৪০ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ২১ লাখ ৫৯ হাজার এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৫০ লাখ টাকা।
এসময় বক্তব্য রাখেন,পৌরসভার প্যানেল মেয়র আব্দুল হান্নান,পৌরসভা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম কর্মী, পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ।