চুনারুঘাটে পারিবারিক পুষ্টি বাগানের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 7 March 2024
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে পারিবারিক পুষ্টি বাগানের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পারিবারিক পুষ্টি বাগানের স্থাপনের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে দেওরগাছ ইউনিয়নে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সজিব হোসেন।

উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ২০২৩/২৪ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের নিয়ে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এতে উপস্থিত কৃষক কৃষাণী কে দিকনির্দেশনা মুলক পরামর্শ ও পদ্ধতি বলে দেন কর্মকর্তাগণ। পরে সকলকে ফলজ বৃক্ষ উপহার দেন।

এসময় সাথে ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি মুরুব্বিগণ।