চুনারুঘাটে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান করে লাভবান চাষি! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 12 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান করে লাভবান চাষি!

Link Copied!

 

এফএম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় “মুজিব বর্ষ উপলক্ষে” বিভিন্ন ইউনিয়নে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান করে লাভবান ও সফল হচ্ছেন চাষি।

সরজমিনে ১নং গাজীপুর ইউনিয়নে গিয়ে দেখা যায় পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান, ৩নং দেওরগাছ ইউনিয়নে নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় মাল্টা বাগান এবং সাথে রংপুর হতে এনে সরবরাহ করা সুইট লেডি পেঁপের গাছ, পারিবারিক পুষ্টির আওতায় সবজি বাগান, যেখানে ১৩ জাতের সবজি ও ৪ টি করে সুইট লেডি পেঁপের চারা রোপন, গত বৎসরের রাজস্ব বাজেটের আওতায় স্থাপন করা মিশ্র ফল বাগানে বার মাসি আম, বারি-৪ আম ও লেবু, নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মাল্টা বাগান ও সাথে আন্তঃফসল হিসাবে পেঁপে চাষ করে সফলতা মুখ দেখছেন বলে জানান চাষি জমির আলী।

এই চাষ কার্যক্রম বিভিন্ন ফাউন্ডেশন ট্রেনিং থেকে এটাচমেন্টে আসা ক্যাডার কর্মকর্তাও পরিদর্শন করতে আসেন বলে জানান চাষিগণ।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা জালাল সরকার আমাদের কে জানান, সরকারের বিভিন্ন পরিকল্পনায় আমুল পরিবর্তন আনতে কৃষি অধিদপ্তরের অধিনে বিভিন্ন ইউনিয়নে আমাদের এই কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন কৃষক গনকে উৎসাহ, পরামর্শ ও সরকারি ভাবে বীজ, চারাসহ সরাসরি মাঠ পর্যায়ে আমাদের টিম প্রতিনিয় কাজ করে যাচ্ছে। ফলে কৃষকগণ যেমন লাভবান হচ্ছেন তেমনি বেকারত্বও দুর হচ্ছে।

আমাদের সকলের উচিত নিজ বাড়ির আঙিনায় গাছ ও সবজি সহ বিভিন্ন ফলমূলের চাষ করা।