চুনারুঘাটে পাদুকা সেলাইকারী ৩৭০'পরিবারে চাল বিতরণ করলেন মেয়র সামসু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 29 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে পাদুকা সেলাইকারী ৩৭০’পরিবারে চাল বিতরণ করলেন মেয়র সামসু

Link Copied!

 

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মরণব্যাধি করোনাভাইরাসে কর্মহীন অসহায় দরিদ্র পাদুকা সেলাই কারী ৩৭০ পরিবারের মাঝে চাল বিতরণ করলেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামসু।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে পৌরসভার কার্যালয়ে পৌর মেয়র নাজিম উদ্দিন সামসু এই চাল বিতরণ কার্যক্রম উদ্ভোদন করেন।

জানা যায়, চুনারুঘাট পৌরসভা বাজারের পাদুকা সেলাইকারী ব্যক্তিগন মহামারি করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরেছেন। অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে এই সকল হতদরিদ্র পরিবারের লোকজন।তাই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চুনারুঘাট পৌরসভার ৩৭০ জন হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করেন চুনারুঘাট পৌরসভার মেয়র জনাব নাজিম উদ্দিন শামসু।

 

                    ছবি: চাল বিতরণ করেন মেয়র নাজিম উদ্দিন সামসু

 

এ বিষয়ে চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামসু বলেন এই করোনা ক্লান্তিতে আমরা সবাই গৃহবন্দী। আমাদের নিজের সুরক্ষা ও দেশের সার্বভৌমত্বের জন্যেই ঘরে থাকতে হবে।প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। সাবধানে থাকুন সুস্থ থাকুন।