চুনারুঘাটে পর্যটনখাতে রেকর্ড সংখ্যক রাজস্ব আয় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 18 April 2024
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে পর্যটনখাতে রেকর্ড সংখ্যক রাজস্ব আয়

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পর্যটন কেন্দ্র খ্যাত সাতছড়ি জাতীয় উদ্যান রেকর্ড সংখ্যক রাজস্ব আদায়ের খ্যাতি অর্জন করেছে দীর্ঘ দুই দশক পর বলে জানা গেছে । এ বছর চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের অভিনবত্বের কৌশল অবলম্বনের ফলে পর্যটন কেন্দ্রগুলোতে ঈদ উল ফিতরের শুরু থেকে এখন অবধি রেকর্ড সংখ্যক পর্যটকের ভিড় জমেছে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ঈদুল ফিতরের টানা ছুটিতে এবার সবচেয়ে বেশি পর্যটক এসেছে হবিগঞ্জের চা বাগান ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তর বন ফরেস্ট অঞ্চল রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় উদ্যান চুনারুঘাটে।

বিশেষ করে সাতছড়ি জাতীয় উদ্যান ও চা বাগানের পথে পর্যটকদের প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। সাতছড়ি জাতীয় উদ্যানে ঈদের ৩ দিনে প্রায় ২ লাখ টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়। ঈদ উল ফিতরের শুরু থেকেই সৈয়দ সায়েদুল হক সুমন এমপির উদ্যোগে জরাজীর্ণ ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুরের সুরমা চা বাগানের বিশ নম্বর ও চুনারুঘাটের রামগঙ্গায় অবস্থিত পুরাতন যাত্রী ছাউনি আধুনিকায়ন ও কারু শিল্পের ছোঁয়ায় আকৃষ্টতা বৃদ্ধি ও সাতছড়ি জাতীয় উদ্যানে নিরাপত্তা জোরদারে বন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

শুধু সাতছড়িই নয় পর্যটকরা পুরাতন মহাসড়কের চুনারুঘাট থেকে তেলিয়াপাড়া পর্যন্ত চা বাগানের পথে পথে মানুষের ভিড় নামে। রেমাকালেঙ্গা অভয়ারন্য, গ্রিনলান্ড পার্ক, রামগঙ্গা ব্রিজ পয়েন্ট, পরীবিল ও শাপলবিলসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে স্মরণকালের রেকর্ড সংখ্যক পর্যটকদের ভিড় ছিল।

সাতছড়ি জাতীয় উদ্যানে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদভারে মুখর হয়ে উঠেছে এ উদ্যান। ছোট বড় প্রায় সব বয়সী পর্যটকদের আনাগোনা দেখা গেছে। পর্যটকদের ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে পুলিশ, আনসার, বন বিভাগ ও ভলান্টিয়ারদের।

চা বাগানের পথে পথে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। পথে পথে তৈরি হয়েছে নতুন নতুন অস্থায়ী দোকানপাট। যেন সারা রাস্তাই মেলার পরসা বসেছে। শিশু কিশোররাও চা বাগান ও ছড়াগুলোতে মনের আনন্দে খেলা করেছেন।

এ বিষয় স্থানীয় বাসিন্দা অসংখ্য দর্শনার্থীরা জানান,পূর্বে স্থানীয় সাংসদ সদস্য দুই বারের দলীয় এমপি ও সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হয়েও এমন আকর্ষণীয় করে তুলতে পারেন নি।রীতিমতো তীরুষ্কার করে বর্তমান সাংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন এমপি কে এ দায়িত্ব দেওয়ার দাবি জানান মাননীয় প্রধানমন্ত্রীর নিকট।

সাতছড়ি জাতীয় উদ্যানের সিএমসি কমিটির সদস্য সচিব ও রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বলেন, ঈদের দিন পুলিশ, বন বিভাগ এবং আমাদের ব্যবস্থাপনা কমিটির সার্বক্ষণিক তদারকির কারণে এবার রেকর্ড রাজস্ব আদায় হয়েছে এবার। ঈদের দিনেই এসেছে ১ লাখ ১০ হাজার টাকা। পরের ৩ দিনে আরও লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। যা অতীতে সাতছড়ি জাতীয় উদ্যান নামে খ্যাত হলেও এতো রাজস্ব আদায়ের রেকর্ড হয়নি।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, পুলিশ ঈদ পর্যটনে আন্তরিকভাবে কাজ করেছে। বিশেষ করে চুনারুঘাট থেকে সাতছড়ি পর্যন্ত ৫টি টিম কাজ করেছে। ফলে এবার ঈদের ছুটিতে কোনো দুর্ঘটনা কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুব আলম মাহবুব বলেন, পর্যটকদের নিরাপত্তায় আমরা পুলিশের পাশাপাশি আনসার নিয়োগ দিয়েছি। পর্যটকদের নিরাপদ ভ্রমণে আমরা সচেষ্ট আছি।