চুনারুঘাটে পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহ উদযাপন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 9 December 2023

চুনারুঘাটে পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহ উদযাপন

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে সপ্তাহ ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

দেশব্যাপী এ সেবা ও প্রচার সপ্তাহের এবারের প্রতিপাদ্য-“নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার”।

উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের স্বাস্থ্যসেবা কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন মিড ওয়াইফ জুঁই,সিসিএইচপি কামরুল ইসলাম,কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অন্যান্য ব্যক্তিবর্গসহ সেবাগ্রহীতাগণ উপস্থিত ছিলেন।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়