চুনারুঘাটে ছেলেকে লুকিয়ে রেখে অপহরণ মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে পিতা নিজেই ফেঁসে গেলেন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 25 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ছেলেকে লুকিয়ে রেখে অপহরণ মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে পিতা নিজেই ফেঁসে গেলেন

Link Copied!

মোঃ খায়রুল ইসলাম সাব্বির : গত ৩০ শে জানুয়ারি হবিগঞ্জের চুনারুঘাট থানার বাগিয়ারগাঁও গ্রামের আব্দুল জলিলের পুত্র মো. ওয়াহিদ মিয়া তার ১১ বছরের ছেলে তোফাজ্জল ইসলামকে একই গ্রামের রমিজ আলী গংরা অপহরণ করেছে এমন অভিযোগে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। পরে বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে চুনারুঘাট থানাকে তদন্তের নির্দেশ দেন।

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে চুনারুঘাট থানা পুলিশ মামলাটির রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।

পিতার সাজানো অপহরণ নাটকের ছেলে তোফাজ্জল ইসলাম (১১) কে শুক্রবার (২৪ জুলাই) রাতে ঢাকা গাজীপুর শ্রীপুর থানার মাওয়া এলাকার এমএম স্পিনিং মিল লিমিটেড থেকে ছেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত তোফাজ্জল ইসলাম জানায়, গত ছয় মাস যাবৎ গাজীপুর এম এম স্পিনিং মিলস লিমিটেডে শ্রমিকের কাজ করছিল এবং সেই আলোচিত অপহরণ মামলার বাদী তোফাজ্জল এর পিতা তাকে লুকিয়ে রেখে এই মামলাটি দায়ের করেন। অবশেষে প্রতিপক্ষকে ফাঁসাতে পুত্রকে লুকিয়ে পিতার সাজানো অপহরণ নাটকের রহস্য সমাধান করতে সক্ষম হয় চুনারুঘাট থানা পুলিশ।

 

ছবি: ওয়াহিদ মিয়ার পুত্র তোফাজ্জল ইসলাম (১১)

 

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক “দৈনিক আমার হবিগঞ্জ”কে বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়াহিদ মিয়ার ছেলে মো. তোফাজ্জল ইসলাম আমাদের হেফাজতে রয়েছে। এবং পুলিশকে হয়রানি এবং মিথ্যা মামলা দায়ের এর জন্য পিতা ওয়াহিদ মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। ওয়াহিদ মিয়াকে ধরতে অভিযান চলছে।