চুনারুঘাটে নিখোঁজের ৭ দিন পরও উদ্ধার হয়নি কিশোর নয়ন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 16 March 2022
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে নিখোঁজের ৭ দিন পরও উদ্ধার হয়নি কিশোর নয়ন

Link Copied!

চুনারুঘাটে নিখোঁজের ৭ দিন পার হলেও গাড়ীর গ্যারেজের শ্রমিক কিশোর নয়ন উদ্ধার না হওয়ায় তার পরিবার রয়েছে চরম অনিশ্চিতায়।

জানা যায়, গত ৮মার্চ সকাল সাড়ে ৮টার সময় পশ্চিম পীরেরগাঁও গ্রামের মৃত আঃ রশীদ গাজীর ছেলে নয়ন মিয়া (১২) চুনারুঘাট দক্ষিণ বাসস্ট্যান্ডের কোরবান আলীর গ্যারেজে কাজ করতে আসে। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাননি।

এ বিষয়ে গত ১৪ মার্চ চুনারুঘাট থানায় নিখোঁজ নয়নের বড় বোন মোছাঃ নাছিমা আক্তার একটি জিডি করেছেন । জিডি নং – ৮৪৩, তারিখ- ১৪-০৩-২০২২ইং।

নিখোঁজ হওয়ার সময়, নয়নের পড়নে হলুদ রঙের গেঞ্জি ও জিন্স প্যান্ট পড়াছিল। কোন সুহৃদয়বান ব্যক্তি নয়নের খোঁজ পেলে ০১৮২২-৬৪৮০৬৩ ও ০১৭৬৫-১০৮২৮৮ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।