এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় নালুয়া বাগান,আমু চা বাগানে চা শ্রমিকদের কর্মবিরতি ধর্মঘট তৃতীয় দিন চলছে।
জানা যায়, বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে নালুয়া,আমু সহ বিভিন্ন বাগানে শতশত চা শ্রমিক নারী পুরুষ কোম্পানির গেইটে তাঁদের শ্রমের নায্য মূল্য আদায়ের দাবিতে কর্মবিরতি ধর্মঘট আন্দোলনের ডাক দেয়।যা আজ তৃতীয় দিনেও কোন সুরাহ হয়নি।আজ তৃতীয় দিনে এই সকল চা শ্রমিকদের একমাত্র আয়ের উৎসই হলো দিনমজুরি কাজ।কিন্তু তাঁদের তাদের এই সামান্য মজুরি সটিক মত প্রদান,বোনাস, সহ সামগ্রিক ভাতা যতাযত প্রদান করার জন্য এই কর্মবিরতি ধর্মঘট পালন করছে চা বাগানের শ্রমিকগন।কিন্তু দুঃখজনক এখনো কতৃপক্ষের কোন দৃষ্টি পরেনি।ফলে চা শ্রমিকদেন আন্দোলন ক্রমানয়ে বেড়েই চলছে।যেকোন সময়ে ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।তাই প্রশাসন সহ স্থানীয় প্রতিনিধিদের দৃষ্টি কামনা করছেন সচেতন নাগরিক।
এ বিষয়ে চা শ্রমিক জনগোষ্ঠীর ভূমি আদায় আন্দোলন ছাত্র যুব পরিষদের সাধারণ সম্পাদক মুখেশ কর্মকার অনুপ জানান,দ্রুত সময়ে যদি এই দাবি মেনে না নেয়া বা সুরাহা না করা হয়।তাহলে দুর্ঘটনা ঘটতে পারে।তাই দ্রুত কতৃপক্ষ সহ স্থানীয় প্রধানদের দৃষ্টি কামনা করি।
এ সময়ে উপস্থিত ছিলেন, নালুয়া চা বাগানের সভাপতি উপেন উরাং,আদিবাসী ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন চুনারুঘাট শাখার সভাপতি কপিল উরাং,বাগানের সাধারণ সম্পাদক সমাকান্ত উরাং, সাংবাদিক লিটন মুন্ডা সহ অসংখ্য চা শ্রমিক মহিলা নেত্রী প্রমুখ।