চুনারুঘাটে নবাগত সহকারী কমিশনার (ভূমি)  মিল্টন পালের যোগদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 26 March 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে নবাগত সহকারী কমিশনার (ভূমি)  মিল্টন পালের যোগদান

Link Copied!

রায়হান আহমেদ : চুনারুঘাটে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেছেন মিল্টন পাল।
বুধবাররে (২৫মার্চ) তিনি চুনারুঘাট ভূমি অফিসে যোগদান করেন। এর আগে তিনি সিলেট কমিশনার অফিসে কর্মরত ছিলেন।
তিনি ৩৫ তম বিসিএসে উর্ত্তীন্ন হয়ে প্রথমে সুনামগঞ্জ ডিসি অফিসে, সিলেট কমিশনার অফিসে অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। দাম্পত্য জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।
মিল্টন পাল বিবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মুগড়া গ্রামের নারায়ন পালের পুত্র।
তিনি চুনারুঘাট উপজেবাসীর কাছে পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন।
এদিকে বেশ কিছুদিন যাবত চুনারুঘাটের এসিল্যান্ড পোষ্টটি খালি ছিল। বহু প্রতিক্ষার পর চুনারুঘাটে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মিল্টন পাল যোগদান করলেন।
করোনা ভাইরাস সংক্রমণে মানুষকে সচেতন করতে ও বাজার মনিটরিং করতে তিনি মাঠে নামবেন, এমনটাই প্রত্যাশা করছেন উপজেলাবাসী।